Saturday, January 19, 2019

Editorial

ছোটোরা, তোমাদের লেখা আঁকা নিয়ে ঝলমল করছে জোনাকির দ্বিতীয় সংখ্যা। কিন্তু এতো অল্প কেন? আরো লেখো, আঁকো, ছবি তোলো আর ভালো হয়েছে মনে হলেই ছাপতে দাও জোনাকিতে।

এবারের সংগ্রহে আছে রোহিতের মুম্বাই ভ্রমণের কাহিনী, রাই এর নীল হলুদ পাখি, সোনুর পেন্সিলে রোনাল্ডোর পোর্ট্রেট, রিধির আঁকা রাজহাঁসের সাঁতার, রুকুর লেখা ফেয়ারিল্যান্ড গল্পের দ্বিতীয় পর্ব আর অহনার প্যাস্টেলে সূর্যাস্ত।

মনে রেখো প্রতি সংখ্যায় তোমাদের লেখা আঁকা থেকে বেছে নেওয়া হবে "Best Entry of the Month " .

জোনাকি প্রথম সংখ্যার জন্যে Best Entry Of the Month  নির্বাচিত হয়েছে অনুভব গুহ (গডি) আর স্বস্তিক চক্রবর্তী (মোহিত) এর আঁকা ছবি।  জোনাকির দ্বিতীয় সংখ্যার জন্যে Best Entry Of the Month নির্বাচিত হয়েছে রোহিত সারেঙ্গী (রোহিত) এর লেখা এবং সুনয়না সাহা (রাই) এর ছবি .

No comments:

Post a Comment